1. admin@cjnews71.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

সুদ-ঘুষ নয়, মাকে নিয়ে বেফাঁস মন্তব্য চাকরি গেলো ইমামের

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৫৬ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সুদ-ঘুষ নিয়ে বয়ান করাতে নয়, মাকে নিয়ে বেফাঁস মন্তব্য করাতেই চাকরি হারিয়েছেন আশুলিয়া তালপট্টি এলাকার বায়তুল আকসা জামে মসজিদের ইমাম জুনায়েত হাবিব।

শনিবার (১১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন মসজিদ কমিটির সভাপতি শাহজাহান দেওয়ান।

তিনি বলেন, ওই ইমামের বিরুদ্ধে আগে থেকেই মসজিদে অনুপস্থিত, তাবিজ বিক্রিসহ নানা অভিযোগ ছিল।
সবশেষ সবে বরাত রাতে উপস্থিত মুসল্লীদের সামনে মাকে নিয়ে আপত্তিকর বেফাঁস মন্তব্য করেন। এতে মসজিদে দেখা দেয় বিশৃঙ্খলা। পরে মসজিদ কমিটি কোন অঘটন ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এনিয়ে কয়েকটি গণমাধ্যমে সুদ-ঘুষ নিয়ে বয়ান করায় চাকরি হারালো ইমাম এমন সংবাদ প্রকাশ পায়। তা নিয়ে সভাপতি শাহজাহান দেওয়ান বলেন, সংবাদিকদের ভূল তথ্য দিয়েছেন ইমাম জুনায়েত হাবিব। কারণ সংবাদটিতে স্থানীয় আক্কাস মন্ডলকে অভিযুক্ত করেছেন তারা। প্রকৃতপক্ষে মসজিদ কমিটি বিধি মোতাবেক সভা করে ইমামকে তার পাওনা বুঝিয়ে দিয়েছেন। এখানে আক্কাস মন্ডলের কোন সম্পৃক্ততাই ছিল না। অথচ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন। মনে হচ্ছে গ্রামের কোন অপ-রাজনীতি হচ্ছে বিষয়টি নিয়ে।

বায়তুল আকসা জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান আতাউর বলেন, দেশের সব মসজিদ কমিটি একটি নিয়মে চলে। ইমামের ছোট ভূল হলে ক্ষমা সুন্দর চোখে দেখেন আর ভূলের মাত্রা বড় হলে কমিটি ব্যবস্থা গ্রহন করেন। সেই ব্যবস্থাই গ্রহন করা হয়েছে তার বিরুদ্ধে। অথচ কেউ কেউ মিথ্যা অপপ্রচার করছেন।

মসজিদ কমিটি একাধিক দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিদের অভিযোগ, তিনি ওয়াজে অংশ নিতে কমিটির অনুমতি ব্যতিত বিভিন্ন এলাকায় চলে যান। তার দায়িত্ব পালন নিয়ে তৈরি হতো জটিলতা। শুধু তাই নয়, সহজ-সরল মানুষের কাছে নানা ফজিলত বলে টাকার বিনিময়ে বিক্রি করতেন তাবিজ। বার বার সংশোধনের জন্য বললেও তিনি তা কর্ণপাত করেনি। বিষয়টি নিয়ে মিথ্যা গুজব না ছড়াতে সকলের নিকট আহবান করেন মসজিদ কমিটি।

তবে এ বিষয় ইমাম জুনায়েত হাবিবের নিকট যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা