মুবিনুর রহমান রবিনঃ
রাজধানী ঢাকার বকশীবাজার এ অবস্থিত জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয়ে সংস্থার ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সংস্থার চেয়ারম্যান মোঃ নুরুল আলম সিদ্দিকী এর সভাপতিত্বে ও মহাসচিব আইয়ুব আলী হাওলাদারের সঞ্চালনায় বুধবার দুপুরে সংস্থার প্রধান কার্যালয়ে এই সভার অয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন কালে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মইনুল হোসেন খান নিখিল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল ইসলাম চৌধুরী (যুগ্মসচিব), পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ভরেন্দ্রনাথ বাড়ৈ, উপপরিচালক (প্রশাসন) বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদ, জনাব মােঃ জাফর হােসেন, উপ- পুলিশ কমিশনার, লালবাগ বিভাগ, ঢাকা, মোঃ জহির উদ্দিন (সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়-৫, ঢাকা)। ড, ওমর বিন আব্দুল আজিজ তামিম), কাউন্সিলর,২৭ নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা।
এসময় প্রতিবন্ধী ব্যাক্তিদের আত্বকর্মসংস্থান সৃষ্টি এবং আত্বনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষে সংস্থার নিজস্ব তহবিল হতে অসহায় দারিদ্র দৃষ্টি প্রতিবন্ধীকে চিকিৎসা সাহায্য, শিক্ষা ভাতা, বয়স্ক ভাতা, ক্ষুদ্র ব্যাবসা সাহায্য ও পুনর্বাসন সহ চারশত দৃষ্টি প্রতিবন্ধীদের কে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় স্বাগত ব্ক্তব্য কালে সংস্থার মহাসচিব জনাব মােঃ আইউব আলী হাওলাদার তার বক্তব্যে সংস্থার বিভিন্ন মুখী উন্নয়নসহ ২০২২-২০২৩ সালের সংস্থার আয় ব্যয়ের হিসাব এবং ২০২৩-২০২৪ সালের সংস্থার বাজেট ও পরিকল্পনা সভায় পেশ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট দৃষ্টি প্রতিবন্ধীদের পক্ষে ০৫ টি দাবি পেশ করেন।
১। সংস্থার প্রধান কার্যালয় ৬-অরফানেজ রোড, বকশীবাজার, ঢাকা – ১২১৯, এর বাড়টি সংস্থার নামে স্থায়ীভাবে বিনামূলে বরাদ্ধ প্রদান করা
২। বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা।
৩। প্রতিবন্ধী ভিক্ষাবৃদ্ধি দূরীকরনের জন্য তাকে তার পরিবারের যে কোন এক জনকে কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষাবৃক্তি থেকে মুক্ত করা।
8। দুষ্টি প্রতিবন্ধীদের সরকারী, আধা-সরকারী সায়িত্বশাসিত ও ব্যক্তিগত হসপিটাল বা ক্লিনিকে বিনা মূলে চিকিৎসার ব্যবস্থা করা।
৫। মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর সমূহ অগ্রাধিকার ভিত্তিতে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বরাদ্দ প্রধান করা।
এসময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আব্দুর রহিম, কোষাধ্যক্ষ হারুন-অর-রশিদ , ভাইস চেয়ারম্যান মোখলেসুর রহমান, ভাইস চেয়ারম্যান জনাব মাধব চন্দ্র সরকার সহ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্যবৃন্দ।