সিজে নিউজ ডেস্কঃ
নানা কর্মসূচি মধ্য দিয়ে সাভারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে।এবছর এ দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, ‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার’। দিবসটিতে দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে। তারই ধারাবাহিকতায়
রবিবার (১০ই ডিসেম্বর) সকালে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড রাজাসন আলামিন স্কুল মাঠে বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশন এর উদ্যোগে আলোচনা সভা এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে একটি আনন্দ র্যালি বের করা হয় র্যালিটি ঢাকা আরিচা মহাসড়কের নিউমার্কেট থেকে শুরু করে এবং পাকিজা মোরে যেয়ে সমাপ্তি হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিক মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভা ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সেলিম মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক তহিদুল হক সুমন, পরিচালক মামুন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মৌসুমী আক্তার, সাভার মডেল থানার (ওসি অপারেশন) নয়ন কারকুন, সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি সহ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের বক্তারা মানবাধিকার দিবসের বিভিন্ন দিক ও কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে মরিয়ম ডোর এন্ড ফার্নিচার এর সৌজন্যে নেতৃবৃন্দদের টি-শার্ট, ক্রেস্ট ও খাবার বিতরণ করা হয়।