1. admin@cjnews71.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

ধামরাইয়ে কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি, কারখানার মালিকের ৫ লক্ষ টাকা জরিমানা

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ১৮১ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ধামরাইতে  অস্বাস্থ্যকর পরিবেশে গুড় প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং বাজারজাতসহ বিভিন্ন কেমিক্যাল দিয়ে গুড় প্রস্তুত করার সময় একটি গুড় কারখানায় অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে কারখানাটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার ধামরাই উপজেলার রূপনগর বুড়িভিটা গ্রামে শংকর পালের রুপা এন্টাপ্রাইজের গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল।

জেলা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল বলেন, অবৈধ প্রক্রিয়ায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে গুড় প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, অনুমোদনবিহীন রং গুড়ের সাথে মিশ্রণ করা এবং খেজুরের গুড়ের নামে ভেজাল আখের গুড় বিক্রিসহ খাবার অযোগ্য বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে গুড় প্রস্তুত করার অপরাধে কারখানা মালিক শংকর পালকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে কারখানাটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে। অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোন প্রক্রিয়া যা আইন বা বিধির অধীন নিষিদ্ধ করা হয়েছে। এই নিম্নমানের গুড় তৈরি যারা করছে তাদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
এসময় ধামরাই থানার উপপরিদর্শক সুধনসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা