সিজে নিউজ ডেস্কঃ
তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে ফুটপাতে, রাস্তায় রাত্রীযাপন করা ভাসমান মানুষ এবং এতিম-হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সাভার সিটিজেন ক্লাব।
সিটিজেন ক্লাবের সভাপতি এমকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান লিটন ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন, তারই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে সাভারের বিভিন্ন এলাকায় অসহায় হতদরিদ্র লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া বিভিন্ন এলাকায় ফুটপাতে, ওভার ব্রীজে, সড়ক বিভাজনে অবস্থান করে রাত্রীযাপন করা লোকজনের হাতেও শীতবস্ত্র তুলে দিয়েছে সাভার সিটিজেন ক্লাব। এসময় প্রায় ১৫০ জনের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাভার সিটিজেন ক্লাবের প্রেসিডেন্ট কামরুজ্জামান লিটন বলেন, সাভার সিটিজেন ক্লাব একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই ক্লাব সবসময় আর্তমানবতার সেবায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
এবার তীব্র শীতের মধ্যে জনজীবন যখন বিপর্যস্ত, বিশেষ করে অনাথ-এতিম, খোলা আকাশের নিচে বসবাসরত মানুষগুলো যখন চরম কষ্টে দিনযাপন করছেন, তখন থেকে আমরা তাদের পাশে আছি।
শীতবস্ত্র কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সাখাওয়াত হোসেন ( সাধারণ সম্পাদক সাভার সিটিজেন ক্লাব),মোঃ আলমগীর কবির (আইন বিষয়ক সম্পাদক), মোঃ তহিদুল হক সুমন (কার্যকরী পরিষদ সদস্য)ও ব্যবস্থাপনা পরিচালক মরিয়ম ডোর এন্ড ফার্নিচার , আরিফুল ইসলাম জুয়েল (কার্যকরী পরিষদ সদস্য) সহ সম্মানিত সদস্যবৃন্দ।