সিজে নিউজ ডেস্কঃ
মিজানুর রহমানকে (জি এস মিজান) আহ্বায়ক করে ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্যের কমিটি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে অধীন সব শাখার সম্মেলন করে জেলা শাখার সম্মেলন করতে নির্দেশনা দিয়েছে যুবলীগ।
শনিবার ১৭ ফেব্রুয়ারি যুবলীগের উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মাসুদ আহমেদ, হাজি এইচ এম সেলিম ও ইরফান উদ্দিনকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঢাকা জেলা শাখার কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি অনুমোদন করেছেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিকে ১৭ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের অধীন সব শাখার সম্মেলন সম্পন্ন করে ঢাকা জেলা যুবলীগের সম্মেলন করার নির্দেশ প্রদান করা হলো।
প্রসঙ্গত, জি এস মিজান এর আগে ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ বছর দায়িত্ব পালন করেছেন