সিজে নিউজ ডেস্কঃ
বর্ণাঢ্য আয়োজনে সাভারে নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয় সাভার উপজেলা পরিষদের পক্ষ থেকে।
সোমবার বিকালে (২৬ ফেব্রুয়ারী) সাভার উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে এই গণসংবর্ধনা আয়োজন করা হয়। পরে তাকে আনন্দ ঘন মুহূর্তে ফুল দিয়ে বরণ করে নেন সাভারের ইউপি চেয়ারম্যানরা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দলে দলে মিছিল নিয়ে বিভিন্ন শ্লোগানে তাকে বরণ করার জন্য অনুষ্ঠানে জমায়েত হয়।
উক্ত অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ত্রান ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডঃ এনামুর রহমান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, সাভার পৌরসভা মেয়র হাজী আঃ গনি, তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন, বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সেলিম মন্ডল, আমিনবাজার ইউপি চেয়ারম্যান রাকিব আহমেদ, বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সুমন আহমেদ ভূঁইয়া, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সাহেদ, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান সহ পৌরসভার কাউন্সিলর বৃন্দ।
এ সময় প্রধান অথিতির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, এবার উপজেলা পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে মনঞ্জুরুল আলম রাজীবকে বিজয়ী করতে হবে, উপজেলা, পৌরসভা, ইউনিয়নের সকল আওয়ামীলীগের জনপ্রতিনিধিরা এক সুতায় গাথা তাই রাজীব ভাইকে বিজয়ী করতে না পারলে সাভারে উন্নয়নে ব্যাঘাত ঘটবে। এছাড়া মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে করা হুঁশিয়ারী দেন এবং সাভারের মাটিতে এদের কোন ছাড় নাই বলে জানান এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা অওয়ামীলীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সাভারের সর্বস্তরের জনগণ।