পবিএ রমজান ও ঈদকে সামনে রেখে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে ৩দিন ব্যাপি ৫০০ জন দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
সোমবার বিকাল ৪ ঘটিকার সময় ৮নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার শাহআলী, মিরপুর ঢাকায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার নিজস্ব অর্থায়নে ধারাবাহিক ভাবে ৩ দিন ব্যাপি ঢাকা মহানগরিতে বসবাসরত ও ঢাকা জেলার ৫০০ দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে পবিত্র রমজার উপলক্ষে ইফতার সামগ্রী বিতরনের কার্যাক্রম শুরু করা হয়।
ইফতার সামগ্রির প্রতিটা প্যাকেটে রয়েছে (২ কেজি ছোলার ডাল, ১ কে.জি খেসারির ডাল, ২ কেজি চিনি, ২ কেজি চিড়া,১ কে.জি লবন ৫০০ গ্রাম খেজুর ও ২ লিটার সয়াবিন তেল)।
ইফতার বিতরণী অনুষ্ঠানে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইউব আলী হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর শাহআলীবাগ থানার অফিসার্স ইনচার্জ মওদুদ হাওলাদার, ঢাকা সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর, আবুল কাশেম মোল্লা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা দৃষ্টি প্রতিবন্ধীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় ঢাকা মহানগরীতে বসবাসরত কয়েকশ’ দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এসময় সংস্থার মহাসচিব মোঃ আইউব আলী হাওলাদার , প্রতিবন্ধী বান্ধব সরকার বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নিকট, সংস্থার প্রধান কার্যালয় ৬, অরফানেজ রোড, বকশিবাজার, ঢাকা-১২১১ এর বাড়িটি বিনামূল্যে স্থায়ী ভাবে বরাদ্ধ প্রদান, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা সহ কয়েকটি দাবি পেশ করেন।