সিজে নিউজ ডেস্কঃ
সাভারের আশুলিয়ায় পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে এক গৃহবধূকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৫) দুপুরে আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থ পরিদর্শন করেন র্যাব। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে লাশ উদ্ধার করেন আশুলিয়া থানা পুলিশ।
নিহত সুমাইয়া আক্তার (২৫) রংপুর জেলার বদরগঞ্জ থানা এলাকার মাসুদ রানার স্ত্রী।
নিহত গৃহবধূর দুই বছর ছয় মাসের একটি কন্যা সন্তানও রয়েছে। স্বামী মাসুদ রানাকে নিয়ে আশুলিয়ার ভাদাইল এলাকার সোহাগ মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতেন।
ঘাতক শরিফুল ইসলাম নাটোরের লালপুর থানার বিজয়পুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি ভাদাইল দক্ষিন পাড়া তালতলা এলাকার সোহাগ মিয়ার বাসার ভাড়াটিয়া।
আসামী ও স্থানীয়দের বরাত দিয়ে র্যাব জানায়, ঘাতক শরিফুল ইসলাম ও সুমাইয়া আক্তার একই বাসায় ভাড়া থাকতেন। এভাবেই তাদের মাঝে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বেশ কিছুদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন করায় কৌশলে আজ বাসায় এসে জবাই করে হত্যা করে সুমাইয়াকে। পরে বাসার লোকজন টের পেয়ে ঐ যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। এরপরে পুলিশ ও র্যাব এসে আসামীকে গ্রেফতার করে।
এ বিষয়ে র্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান বলেন, গোয়েন্দা খবরের ভিত্তিতে শহিদুল ইসলাম বিদ্যুৎকে আটক করা হয়েছে। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে ঘটনার কারণ জানা যায়। সে প্রেমে প্রত্যাখ্যান হয়ে এঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।