সিজে নিউজ ডেস্কঃ
ঢাকার সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারাত্মক জখম হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মো. শফিকুল ইসলাম (৫০) নামে এক গার্মেন্টস ব্যবসায়ী।
এ ঘটনায় আহতের ছোট ভাই তৌহিদুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
আহত শফিকুল সাভার পৌরসভার ডগরমোড়া মহল্লার মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৩ জুলাই রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী শফিকুল একটি প্রাইভেটকার যোগে কুমিল্লা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও বাসস্ট্যান্ডে এসে নামেন। এসময় তিনি ওভারব্রিজ পার হয়ে তার মোবাইলফোনে কথা বলতে বলতে তার বাসার উদ্দেশ্যে হাটতে থাকেন। পথিমধ্যে চারজন অজ্ঞাত ছিনতাইকারী ধারালো অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা পয়সা কেড়ে নেয় এবং ধারালো ছুরি দিয়ে তার পেটে আঘাত করে এতে তিনি মারাত্মক রক্তাক্ত জখম হয়ে মাটিয়ে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা দ্রুত একটি অটোরিকশায় উঠে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর ডাক চিৎকারে তার স্বজনরা ছুটি এসে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় এরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এবং আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।