সিজে নিউজ ডেস্কঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সাভার প্রেসক্লাব পরিদর্শন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব সহকর্মী সাংবাদিকদের নিয়ে খোরশেদ আলমকে ক্ষতিগ্রস্ত প্রেসক্লাব ঘুরে দেখান।
বিএনপিনেতা খোরশেদ আলম বলেন, এই ধ্বংসযজ্ঞ দেখে হতবাক হয়েছি, ব্যথিত হয়েছি। এসময় তিনি ক্ষতিগ্রস্ত প্রেসক্লাবের উন্নয়নে ১টি কম্পিউটারসহ ৫০ হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন।
এছাড়া তিনি আরো বলেন, আপনারা জাতির বিবেক আপনারা সত্য সংবাদ প্রকাশ করুন আপনাদের লেখার মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করুন। অন্যায় যেই করুক তার বিরুদ্ধে সংবাদ প্রচার করুন আমি আপনাদের সাথে আছি।
এসময় উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, সিনিয়র সাংবাদিক জাহিদুর রহমান, বিটিভির সাংবাদিক গোলাম মোস্তফা, সাভার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রওশন, দপ্তর সম্পাদক এস.এম সবুজ, নিউজ গার্ডেনের সম্পাদক ওমর ফারুক, সাংবাদিক এমদাদ, দৈনিক জনবাণীর সাংবাদিক রবিন সহ ক্লাবের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।