1. admin@cjnews71.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন

সাভারে গার্মেন্টস শিল্পকে বাঁচাতে শ্রমিক জনতার সমাবেশ

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ 

চলমান নৈরাজ্য, বিশৃঙ্খলা থেকে গার্মেন্টস শিল্পকে বাঁচাতে শ্রমিক জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাভারের আশুলিয়ায়। বুধবার (১১ সেপ্টেম্বর)  বিকালে আশুলিয়া থানাধীন নরসিংহপুর বটতলা এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ-এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

দেশের গার্মেন্টস শিল্প খাতকে বাঁচাতে সাবেক সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবু এবিষয়ে স্থানীয়দের বিভিন্ন বিষয় অবহিত করেন। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পরে নানাবিধ ষড়যন্ত্রের অংশ হিসেবে গার্মেন্টস খাতকে ধ্বংসের এক অপচেষ্টা চলছে। বিভিন্ন স্থানে পলাতক থেকে একটি চক্র এই শিল্পটিকে অস্থির করার চেষ্টা করছে।

এসময় দেওয়ান সালাউদ্দিন বাবু স্থানীয় বাড়ির মালিকদের বলেন, আপনাদের বাড়িতে আশুলিয়ার অনেক শ্রমিক বাস করেন। আপনারা যার যার বাসায় অবস্থানরত শ্রমিকদের বুঝাতে পারেন যে, এটা আন্দোলনের সময় নয় এবং আন্দোলনের দ্বারা মূলত নিজেদের ফ্যাক্টরিগুলোই ধ্বংসের দিকে নিয়ে যাবেন তারা নিজেরাই। তাই সকলকে এক হয়ে এই শিল্পকে বাঁচাতে হবে।

সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এফবিসিসিআই-এর সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এ কে আজাদ, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, আল মুসলিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা