![](https://www.cjnews71.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সাভার প্রতিনিধি:
ঢাকার সাভারে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এ্যালামনাই অ্যাসোসিয়েশন, এক্স-ক্যাপ এর আয়োজনে শহীদ ইয়ামিন চত্বর নামে নামকরণ ও উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০শে সেপ্টেম্বর শুক্রবার বিকালে সাভার পাকিজা মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৮ ই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভার বাসস্ট্যান্ডে গুলোবিদ্ধ হয়ে প্রথম শহীদ হিসাবে নাম লেখান সাভারের বুকে ইয়ামিন, তারই স্মৃতিচারণে সাভার পাকিজা মোড়ে ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।
সৃতি স্তম্ভটি ইয়ামিনের বাবার উপস্থিতিতে উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল আহমেদ, সাভার মডেল থানার ওসি তদন্ত আশিক, ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষক, ছাত্রসহ এক্স ক্যাপ এর সদস্যবৃন্দ।
এর আগে উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বলেন, অত্যন্ত ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে আমরা ইয়ামিনকে আর ফিরে পাবো না তবে সাভারে প্রথম শহীদ হিসাবে ইয়ামিনকে এই বাংলাদেশের মানুষ যাতে চিরকাল মনে রাখে এজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থায়ীভাবে শহীদ ইয়ামিন চত্ত্বত তৈরি করব এবং এখানে অন্যান্য আরো যারা শহীদ হয়েছে তাদের নামও লেখা থাকবে।
পরিশেষে ইয়ামিন সহ অন্যান্য যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়।