1. admin@cjnews71.com : admin :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আশুলিয়ার ওসিকে রেঞ্জ অফিসে সংযুক্ত  সাভারে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা, শীর্ষ সন্ত্রাসী মোশারফ ওরফে মুসা গ্রেফতার! সাভারে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী আহত সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হলেন সাভার থানার ওসি জুয়েল মিয়া জনবানী পত্রিকার সম্পাদক সহ ৪ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন আশুলিয়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ রাজধানীতে হত্যাচেষ্টায় দৈনিক জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলা সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার সহযোগী গ্রেপ্তার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সভা পালন সাভারে শহীদ জিয়া স্মৃতি সংসদের উপজেলা কমিটি গঠন

ইটভাটা দখল ও লুটপাটের ঘটনায় ৩জনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে সঙ্ঘবদ্ধ হয়ে ইটভাটা দখল ও লুটপাটের সময় গণপিটুনি দিয়ে তিনজনকে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। এসময় বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় ইটভাটা মালিক মো. অনিক রহমান বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাভারের আমিনবাজার এলাকায় এবিসি ব্রিকস নামের ইটভাটায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, রাজধানীর দারুসসালাম থানার প্রথম কলোনী এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. মাঈনুল হোসেন (৫০), জামালপুরের দেওয়ানগঞ্জ থানার উতমারচর এলাকার মৃত সামাদ মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (৪৫) ও পাবনার বুনাইনগর থানার পাঁচমঙ্গল এলাকার মঞ্জু প্রামাণিকের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৫) এছাড়া এঘটনায় জড়িত আরো অন্তত ১০/১২ জন পলাতক রয়েছে।

অভিযোগপত্র সুত্রে জানা যায়, সাভারের আমিনবাজার এলাকার তুরাগ নদীর তীরবর্তী এলাকায় দীর্ঘদিন যাবত ইটভাটার ব্যবসা করে আসছেন মো. অনিক রহমান। বৃহস্পতিবার তার মালিকানাধীন এবিসি ব্রিকসে ট্রলারযোগে দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে একদল ডাকাত হানা দিয়ে জোরপূর্বক ভাটায় থাকা এস্কেভেটর (খননযন্ত্র) গ্যাস কাটার দিয়ে কেটে ট্রলারে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ইটভাটায় থাকা নিরাপত্তা প্রহরী মুঠোফোনে মালিক ও এলাকাবাসীর সাথে যোগাযোগ করলে তারা এসে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে সাভার নৌ থানার উপ-পরিদর্শক রাকিব হাসান বলেন, ইটভাটায় লুটপাটের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা