সিজে নিউজ ডেস্কঃ
ঢাকার সাভারে কাঁচামাল ব্যবসায়ী আসাদ উজ্জামান (৪৪) হত্যার ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ।
শনিবার (০২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবীর সাভার মডেল থানায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান। এর আগে গত ২৯ অক্টোবর রংপুর থেকে বাসযোগে সাভারে এসে নামতেই ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন ব্যবসায়ী আসাদউজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা জেলার ভাঙ্গুরা থানার মাদারবাড়িয়া গ্রামের ফজেল সরকার ইমন (১৬), ভোলা সদরের লালমোহন গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (২০), কিশোরগঞ্জ জেলার তাড়াইল সহিনহাটি গ্রামের রুকুন উদ্দিনের ছেলে আলী হোসেন (১৯)।
পুলিশ জানায়, ২৯ই নভেম্বর রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস যোগে সাভার বাসস্ট্যান্ডে নেমে যান। পরে তার ব্যবহৃত মোবাইল থেকে ফোন করে রুমমেট শহিদুল ইসলামকে সাভার আসার বিষয়টি জানান। কিন্ত সকাল ৬টার দিকে জালেশ্বর নিউ মার্কেট সংলগ্ন ফলের আড়ৎ মেইন লেনের উপরে রক্তাক্ত মৃত অবস্থায় পরে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, ঘটনার পর থেকে পুলিশ তদন্তে মাঠে নামে। পুলিশের একটি চৌকষ দল প্রাথমিক তদন্ত শেষে ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
তিনি আরও বলেন, ছিনতাইকারীরা মালামাল লুটের সময় বাধা দেওয়ায় তার উপর ছুরিকাঘাত করে। পরে মৃত ভেবে ফেলে রেখে মালামাল নিয়ে চলে যায়। এঘটনায় ব্যবসায়ীর ছিনতাই হওয়া ব্যাগটি উদ্ধার করা হয়েছে।
এ সময় সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল, পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাস ও উপ-পরিদর্শক (এসআই) মাহবুব উপস্থিত ছিলেন।