সিজে নিউজ ডেস্কঃ
ঢাকার সাভারে ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ পরিবারের দায়ের করা একাধিক হত্যা মামলায় সাভার উপজেলা শ্রমিক লীগ নেতা ও মলমপার্টি-ছিনতাইকারী চক্রের হোতা সালাম ফরাজী ওরফে ধান্দা ফরাজীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর রাতে সাভারের মজিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে
ধান্দা ফরাজকে গ্রেফতার করা হয়। তিনি সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার সাদেক আলী ফরাজির ছেলে হলেও দীর্ঘদিন যাবত মঞ্জুরুল আলম রাজীবের পালিত ছেলে হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলে গ্রেফতার এড়াতে রাতারাতি ছদ্মবেশ ধারণ করে কট্টরপন্থী নৌকা সমর্থক থেকে বিএনপির এক নেতাকে ম্যানেজ করে এতদিন পলাতক ছিলেন সালাম ফরাজি। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহতদের স্বজনরা বেশ কিছু মামলা করেছেন।এদের মধ্যে একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি সালাম ফরাজী ওরফে ধান্দাবাজ ফরাজী।
বুধবার দিবাগত বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার মজিদপুর এলাকা থেকে সাভার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সালাম ফরাজী ওরফে ধান্দা ফরাজ গ্রেফতার হয়। গণহত্যার মামলার আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।
জানা যায়, সালাম ফরাজি বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল, নারী নির্যাতন, মারধরের পর হত্যা চেষ্টাসহ প্রতারণার একাধিক মামলা রয়েছে। এমন অপকর্ম করে পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হয়ে হাজতবাস করেন সালাম ফরাজি। গত ৫ই আগষ্টের পর নিজেকে খেলাফত প্রাপ্ত বিএনপি’র সমর্থক দাবি করে প্রচার করতে শুরু করেন এই প্রতারক। তবে বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা তাকে দালাল আখ্যায়িত করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এদিকে ধান্দা ফরাজের গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাভারের সাধারণ জনগণ ও ভুক্তভোগীরা।
এ তথ্য নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, সালাম ফরাজীর বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে নিহতের স্বজনদের দায়েরকৃত ২ টি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে। এছাড়াও ধান্দা ফরাজের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা গত ৪ ও ৫ আগস্ট সাভারে জমায়েত হতে থাকেন। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ ঘটনায় সাভার আশুলিয়ায় শতাধিক ছাত্র-জনতা শহীদ হন। এমন অসংখ্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শহীদের স্বজনরা পরবর্তীতে মামলা করেন। এসব মামলায় আসামিদের ধরতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।