সাভার প্রতিনিধি :
সারাদেশের ন্যায় সাভারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাভার পৌর ৫ নং ওয়ার্ডে সাভার মডেল মসজিদের সামনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় আয়োজন করা হয়।
সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মঈনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন , সাভার থানা বিএনপির সাবেক সভাপতি সাইফুউদ্দিন সাইফুল, বিএনপি নেতা গফুর আহমেদ সহ আরো অনেক।
এসময় সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার প্রধান অতিথির বক্তব্য বলেন বহু মুক্তিযোদ্ধাদের রক্ষীবাহিনী দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে ।
তিনি আরো বলেন, বিদেশী শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বর্তমানে যারা দেশ পরিচালনা করছে তাদেরকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, আমরা বিএনপি দল করি চাঁদাবাজি করার জন্য নয় কিছু নেতারা আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে রেখে চাঁদা বাজি সহ নানা ধরনের অপকর্ম করছে। আমরা তাদের কঠোর হস্তে দমন করবো। এসময় ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কফিল উদ্দিন আরো বলেন, বিএনপির কিছু নেতারা আওয়ামী লীগের সাথে যোগ হয়ে চাঁদাবাজি জমি দখল সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত দ্রুত তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া উচিত।
সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মইনুল হোসেন বিল্টু বলেন, সাধারণ মানুষ যাকে নেতা হিসেবে পছন্দ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকেই নমিনেশন দিবে।