1. admin@cjnews71.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

সাভারে ট্যানারীর বিসাক্ত বর্জ্যে মিশিয়ে তৈরি হচ্ছিল হাঁস-মুরগীর ও মাছে খাবার

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩৪ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে ট্যানারীর বিসাক্ত বর্জ্যে হাঁস-মুরগীর ও মাছে খাবার তৈরি করছিলেন একটি অসাধু চক্র। তৈরিকৃত কাঁচামাল ধংস করে দিয়েছেন উপজেলা প্রসাশন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হলমার্কের ভেতরে সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম রাজিবের গরুর খামারে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম রাসেল ইসলাস নূরের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পরিত্যক্ত ট্যানারী বর্জ্য থেকে হাঁস,মুরগি ও মাছের খাবার তৈরি করা হয়। সেখানে আমরা এসে কাউকে পাইনি। তবে আমরা ঘটনাস্থলে এসে দেখি ট্যানারীর বেশ কিছু বর্জ্য রয়েছে এবং সেগুলো পুড়িয়ে এক ধরণের পণ্য তৈরি করা হয়েছে। সেগুলো মানবদেহের জন্য অনেক ক্ষতিকর। আমরা সেই পণ্য গুলো ধংস করে দিয়েছি। একই সাথে আমরা এই জয়গায় নজরদারিতে রাখবো যদি কাউকে পাওয়া যায় তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়াও এধরণের পণ্য যাতে কেউ তৈরি করতে না পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় অভিযানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা