1. admin@cjnews71.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

চাঁদার দাবীতে দোকানে ভাংচুর চালিয়ে তালা ঝুঁলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৩ বার পঠিত

সাভার (ঢাকা) প্রতিনিধি,

ঢাকার সাভারে চাঁদার দাবীতে এক ইলেকট্রনিক ব্যবসায়ীর দোকানে ভাংচুর চালিয়ে তালা ঝুঁলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী রিপন মিয়া।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে করে গণমাধ্যমে এসব কথা জানান ভুক্তভোগী ব্যবসায়ী রিপন মিয়া। এর আগে বুধবার (২৭ নভেম্বর) রাতে সাভারের মজিদপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী রিপন মিয়া জানান, বেশকিছুদিন যাবত অভিযুক্ত সবুজ, জাহাঙ্গীর ও জাকির আমার কাছে চাঁদা দাবী করে আসছিল আমি তাদেরলে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গতকাল রাতে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আর এস টাওয়ারের সামনে অভিযুক্তরা আমাকে বিভিন্ন ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আমার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আমি সেখান থেকে প্রাণভয়ে দৌড়ে পালিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আশ্র‍য় নিলে তারা আমার ধাওয়া করে এসে আমার দোকানে ভাংচুর চালিয়ে আমাকে আরো সাড়ে ৪ লাখ টাকা চাঁদা দিতে বলে। পরে আমার চিৎকারে আশপাশের লোকজন এসে ওদের আটক করলে তাদের মধ্যে থেকে একজন পালিয়ে গিয়ে আরো ৩০/৪০জন লোকজন নিয়ে এসে আটককৃতদের ছাড়িয়ে নিয়ে যায়। এরপর আমি থানা পুলিশের সাথে যোগাযোগ করে থানায় অভিযোগ দিলে একজন এসআই আমার দোকান পরিদর্শনে আসে সেসময় সেই পুলিশ কর্মকর্তার সামনেই তারা আমাকে মোবাইল ফোন কল দিয়ে পুনরায় চাঁদা দাবী করে এবং চাঁদা না দিলে হত্যা করার হুমকি দেয়। এ ঘটনার পর থেকে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, রাতে ওসি স্যার আমকে ঘটনাস্থলে যেতে বললে আমি সেখানে গিয়ে দেখতে পাই দোকানের সাটারে ক্ষতিগ্রস্ত এবং দোকান তালা দেয়া। পরে জানতে স্থানীয় বাড়ির মালিক অভিযুক্তদের দোকান ভংচুর ও হাঙ্গামার অভিযোগে আটক করে রাখলেও তাদের লোকজন এসে অভিযুক্তদের ছাড়িয়ে নিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা