সারা দেশের ন্যায় সাভারেও আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৪ পালিত হয়েছে। ১০ই ডিসেম্বর, মঙ্গলবার সকালে বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেল্থ ফাউন্ডেশনের এর উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবসটি পালন করা হয়েছে।
এর আগে দিবসটি উপলক্ষে সংগঠনের উদ্যোগে একটি আনন্দ রেলির আয়োজন করা হয়। রেলিটি ঢাকা আরিচা মহাসড়কে রানা প্লাজার সামনে থেকে যাত্রা শুরু করে পাকিজা মোড়ে হয়ে একই স্থানে শেষ হয়।
এসময় সংগঠনের প্রায় একশত নেতাকর্মী রেলিতে অংশগ্রহণ করেন।
পরে দিবসটির উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় মোঃ তহিদুল হক (সুমন), যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোঃ খোরশেদ আলম, ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।
এসময় খোরশেদ বলেন, ১৭ বছর ধরে আওয়ামী লীগের অবৈধ সরকারের অবৈধ কার্যক্রমে দেশের মানুষে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তা ভোলার নয়। এই ফ্যাসিবাদ সরকারের পতনের পর দেশের মানুষ অধিকার আদায় করতে শিখেছে। তাই অধিকার আদায়ের লক্ষ্যে আমি দেশের জনগণের পাশে থাকতে চাই এবং আমি যদি সভার পৌরসভার মেয়র হতে পারি তাহলে পৌরবাসীর জন্য সকল মৌলিক চাহিদা পূরণের জন্য শতভাগ চেষ্টা করে যাব।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আসন গ্রহন করেন মোহাম্মদ কামরুজ্জামান, প্রেসিডেন্ট, সাভার সিটিজেন ক্লাব লিমিটেড ও ব্যবস্থাপনা পরিচালক, এম.কে গ্রুপ।।
মুহাম্মদ আলমগীর কবির, জেনারেল সেক্রেটারী (ভারপ্রাপ্ত), সাভার সিটিজেন ক্লাব লিমিটেড ও চিফ। কনসালট্যান্ট, আলমগীর ল্যান্ডস কনসালটেন্সি, সাভার।
মোঃ মোশারফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক, সাভার পৌর বিএনপি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন
রফিক মামুন, চেয়ারম্যান, বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশন।
জনাব মামুন চৌধুরী, পরিচালক, বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশন।
এ্যাড: মৌসুমি আক্তার, আইন বিষয়ক সম্পাদিকা, বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট এবং গরিব ও অসহায় মানুষদের কম্বল বিতরণ করা হয়।