1. admin@cjnews71.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৬ বার পঠিত
সিজে নিউজ ডেস্কঃ
সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১৩ই ডিসেম্বর বিকেলে সাভার মিনি স্টেডিয়ামে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এসময় সাভারের বিভিন্ন এলাকার কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল খেলাটি কলমা যুব সংঘ স্পোর্টিং ক্লাব ও বিকেএসপি দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাবির ইতিহাস বিভাগের অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী, জাতীয় দলের সাবেক ফুটবলার মোঃ কায়সার হামিদ , সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদির, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, খাবার পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহমান, সাভার পৌর  শ্রমিক দলের সভাপতি কামাল হোসেন, সাবেক বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরিশেষে খেলার ফলাফল অনুযায়ী বিকেএসপি দুই-এক গোলে জয়লাভ করে।  বিজয়ী দল বিকেএসপি পুরস্কার হিসেবে পায় নগদ ১ লক্ষ টাকা এবং রানার্সআপ দল কলমা যুব সংঘ স্পোর্টিং ক্লাব পায় নগদ ৭৫ হাজার টাকা।
সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা